ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আবারও বলেছেন, 'রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের উদ্যোগকে সবসময় সমর্থন দিয়ে যাবে ভারত।'
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে লেখা এক চিঠিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ সমর্থনের কথা উল্লেখ করেন।
রোববার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ চিঠির বিষয়ে জানানো হয়।
চিঠিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত এবং টেকসই প্রত্যাবর্তন সংশ্লিষ্ট সকলের পক্ষে মঙ্গলজনক। স্থায়ী আঞ্চলিক সুরক্ষা ও স্থিতিশীলতার পক্ষেও এটি সর্বোত্তম পন্থা।
এছাড়া প্রায় দশ লাখ রোহিঙ্গার আশ্রয়ের ভার বহন করায় বাংলাদেশের প্রশংসা করেন ভারতের বিদেশমন্ত্রী।