দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে জি কে শামীমের। দুদক পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল জিজ্ঞাসাবাদ শুরু করে জি কে শামীমকে। জিজ্ঞাসাবাদ শেষে রমনা থানায় রাখা হবে তাকে।
রোববার (৩ নভেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টানা সাত দিন ধরে এই জিজ্ঞাসাবাদ চলবে। এই সাতদিন জিকে শামীমকে রাখা হবে রাজধানীর রমনা থানায়।
ক্যাসিনো কাণ্ডে জড়িত ও অবৈধ পন্থায় অর্জিত সম্পদের মালিক হওয়া বিতর্কিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের বিরুদ্ধে মাদক, মুদ্রা পাচার ও অস্ত্র আইনে তিনটি মামলা করা হয়েছে।
গত ২১ অক্টোবর দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ জিকে শামীমের বিরুদ্ধে দায়ের করা মামলায় দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল আজ থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।