দুর্নীতির মামলায় ঠিকাদার জি কে শামীম ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে আনা হচ্ছে।
বোরবার (৩ নভেম্বর) বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য।
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জিকে শামীম ও খালেদকে আনতে দুদকের তদন্ত কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল রওনা হয়েছেন কেরানীগঞ্জের উদ্দেশ্য।
দুদক পরিচালক সালাউদ্দিন এর দায়ের করা এক মামলায় তাকে সাত দিনের জন্য জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে তাকে আনা হবে জানিয়েছেন প্রতিনিধি দলের এক তদন্ত কর্মকর্তা।