নতুন আইন নিয়ে সড়কে নেই প্রচারণা!

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 07:48:40

জরিমানা ও সাজা বাড়িয়ে নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর হয়েছে শুক্রবার (১ নভেম্বর)। আইনের বিধিবিধান সম্পর্কে স্পষ্ট ধারণা নেই চালক-পথচারীদের। তাই অন্তত এক সপ্তাহ পরিবহন খাতে মামলা না করার ঘোষণাও এসেছে।

তবে এই সাতদিন নতুন এই সড়ক  পরিবহন আইন নিয়ে পুলিশ ও সংশ্লিষ্টদের যে প্রচারণা করার কথা সেটি এখনো চোখে পড়েনি। এমনকি  আইনটি সম্পর্কে খোদ প্রয়োগকারী সংস্থা ট্রাফিক পুলিশই জানেন না।

রোববার (৩ নভেম্বর) রাজধানীর সকালে মোহাম্মদপুর আসাদগেট বিজয় সরণি এলাকা ঘুরে প্রচারণা নিয়ে কোনো প্রস্তুতি দেখা যায়নি ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্টদের।

সরেজমিনে দেখা যায়, নতুন সড়ক আইনের কঠোর শাস্তি কার্যকর হওয়ার পরেও, উল্টোপথে গাড়ি ঢুকিয়ে দেওয়া, যত্রতত্র পার্কিং, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, সিগন্যাল অমান্য, চলন্ত গাড়ির সামনে দিয়ে দৌঁড়ে রাস্তা পারাপার লক্ষ্য করা গেছে।

সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর হয়েছে শুক্রবার থেকে

সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও সার্জেন্টরা বলছেন, নতুন আইনের আওতায় সড়ক নিয়ন্ত্রণে আরও সময় লাগবে। কারণ কঠোর এ আইন সম্পর্কে এখনও অনেকেই অবগত নয়। ফলে কঠোর হওয়ার আগে সচেতনতা তৈরিতে  চালক-পথচারীদের কাউন্সেলিংয়ের দিকে জোর দেওয়া হচ্ছে।

কিন্তু রাজধানীর অন্তত ৬টা ট্রাফিক স্পটে, ট্রাফিক পুলিশ বক্সের সামনে দাঁড়িয়ে থেকেও জনসাধারণকে এ বিষয়ে সচেতন করা হচ্ছে তা লক্ষ্য করা যায়নি। বরং দেখা গেছে প্রচলিত আইনে একাধিক মামলা করতে।

জানতে চাইলে ট্রাফিক পশ্চিম জোনের সার্জেন্ট এম এম জলিল বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, আমরা নতুন আইনে কাউকে মামলা দিচ্ছি না। তবে যাদেরকে বিভিন্ন অপরাধে দাঁড় করাচ্ছি তাদেরকে আইন সম্পর্কে জানাচ্ছি। এরপর এই ধরনের ভুল করলে নতুন আইনে মামলা দেয়া হবে সেটা বলছি।

তিনি বলেন, আমাদের কাজের বাইরে ওই অর্থে প্রচারণা করার সুযোগ নেই। লিফলেট নিয়ে দিতে গেলে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা করা কিছুটা কঠিন হয়ে পড়বে। তাই আমরা দুটো কাজই পাশাপাশি করছি।

নারী ট্রাফিক সার্জেন্ট লিমা বলেন, আমাদের সীমাবদ্ধতার মধ্যে যতটুকু সম্ভব আমরা গণপরিবহন চালক ও ব্যক্তিগত গাড়ি চালকদের নতুন আইন সম্পর্কে অবহিত করছি। তবে সবাইকে জানাতে সময় লাগবে।

এ সম্পর্কিত আরও খবর