ধানমন্ডিতে ২ নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 02:28:35

রাজধানীর ধানমন্ডির ২৮ নম্বর রোডের ২১ নম্বর বাড়ি থেকে দুই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় ওই ভবনের পঞ্চম তলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাড়ির মালিক আফরোজা বেগম (৬৫) ও গৃহপরিচারিকা দিতি (১৯)।

বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ। তিনি বলেন, ‘যাদের গলাকাটা অবস্থায় পাওয়া গেছে, তাদের মধ্যে একজন বাড়ির মালিক ও একজন গৃহপরিচারিকা রয়েছেন।’

এ ঘটনায় নিহত আফরোজার মেয়ের জামাই ব্যবসায়ী মনির উদ্দিন তারিমের বডিগার্ড বাচ্চুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর