জমি খুঁজছেন রাসিক মেয়র, কারখানা ঠেকাতে মাঠে এমপি

রাজশাহী, জাতীয়

হাসান আদিব, স্টাফ করেসপন্ডেট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-22 12:09:01

রাজশাহীতে চামড়া শিল্প পার্ক স্থাপনের জন্য বেশ কিছুদিন ধরেই জোর চেষ্টা করছেন সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জান লিটন। এজন্য জমিও খুঁজছেন তিনি। জায়গা চূড়ান্ত করার জন্য গত ২৭ জুলাই বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মোশ্তাক হাসানকে সঙ্গে নিয়ে সিটি মেয়র নগরীর কয়েকটি স্থান পরিদর্শনও করেন।

তবে মেয়রের এই সিদ্ধান্তে নাখোশ রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। রাজশাহীতে যেকোনো ধরনের লেদার অ্যান্ড ট্যানারি শিল্প পার্ক স্থাপনের ঘোর বিরোধী এই সংসদ সদস্য। চামড়া শিল্প রাজশাহীর প্রাকৃতিক পরিবেশের জন্য চরম ক্ষতিকর উদ্যোগ বলে দাবি করে- এর বিপক্ষে অবস্থান নিয়েছেন। দলীয় সভা-সমাবেশসহ বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতায় চামড়া কারখানা ঠেকাতে জনমত তৈরিতে প্রকাশ্যে বক্তৃতাও করছেন এমপি বাদশা।

খোঁজ নিয়ে জানা যায়, সিটি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পরই খায়রুজ্জামান লিটন মহানগরীর মধ্যে অথবা পার্শ্ববর্তী এলাকায় লেদার অ্যান্ড টেনারি শিল্পপার্ক গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেন। চামড়া শিল্পপার্ক স্থাপনের জন্য অর্থ বরাদ্দসহ অন্যান্য সহযোগিতা পেতে বিভিন্ন মহলে জোর তদবিরও করছেন মেয়র।

চলতি বছরের ১৫ জুলাই শিল্পমন্ত্রী অ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে রাজশাহীতে চামড়া কারখানা গড়ে তোলার লক্ষ্যে বৈঠক করেন মেয়র লিটন। বৈঠকে রাজশাহীতে চামড়া শিল্প পার্ক গড়ে তোলার কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এরই ধারবাহিকতায় স্থান নির্বাচনের জন্য জুলাইয়ে রাজশাহীতে আসেন বিসিক চেয়ারম্যান। সিটি মেয়র বিসিক চেয়ারম্যানকে নিয়ে রাজশাহী নগরীর পার্শ্ববর্তী বেলপুকুর ও বানেশ্বর এলাকায় চামড়া কারখানার জন্য জায়গা পরিদর্শন করেন।

কারখানার জন্য জমি পরিদর্শনে রাসিক মেয়র ও বিসিক চেয়ারম্যান/ ফাইল ছবি

পরিদর্শন শেষে সিটি মেয়র লিটন বলেন, ‘রাজশাহীতে চামড়া শিল্প পার্ক গড়ে উঠলে উত্তরাঞ্চলের চামড়াকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। সৃষ্টি হবে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ। এর মাধ্যমে দূর হবে এ অঞ্চলের বেকারত্ব।’

তবে এমপি ফজলে হোসেন বাদশা দাবি করেছেন, রাজশাহীতে চামড়া শিল্প হলে লাভের থেকে ক্ষতিই হবে। উত্তরবঙ্গকে তিনি চামড়া শিল্পের জন্য যথাযথ মনে করেন না। তাই কোনোভাবেই এ অঞ্চলে কৃষি বিপন্ন হয় এমন কোনো কাজ রাজশাহী অঞ্চলে করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

এমপি বাদশা বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘এমন কোনো শিল্প রাজাশাহীতে প্রতিষ্ঠা করা উচিৎ হবে না, যাতে রাজশাহীর জমি, নদী ও প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়। উন্নয়নের যেমন দরকার আছে, আবার কৃষিরও দরকার আছে। কৃষি জমি নষ্ট করে যত্রতত্র যেন শিল্পায়ন না হয়, সেই ব্যাপারে আমি সংসদে কথা বলব।’

তিনি বলেন, ‘চামড়া শিল্প উত্তরবঙ্গের জন্য যথাযথ নয়। এটি উজানে নয় ভাটায় দরকার। এটি হলে কী ধরণের ক্ষতি হবে তার একটি উদাহারণ হতে পারে বুড়িগঙ্গা নদী। এটি যখন সাভার থেকে তুলে নেওয়া হচ্ছে। তখন এটাকে রাজশাহীতে স্থাপন করা যুক্তিসংগত বলে আমি মনে করি না। রাজশাহীতে এটা হলে রাজশাহীর পদ্মা নদীর পরিবেশ নষ্ট হবে।’

এদিকে, সংসদ সদস্যের এমন বিরোধিতার বিষয়ে জানতে চাইলে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘এমপি মহোদয় যে যুক্তিতে বা ঝুঁকিতে চামড়া শিল্প স্থাপনের বিরোধিতা করছেন, সেগুলো আমরাও চিন্তা করেছি। তবে যথাযথ উপায়ে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে চামড়া শিল্প পার্ক গড়ে তুলতে চাইছি। রাজশাহীতে তো তেমন কোনো কল-কারখানায় নেই। সেখানে যদি এমন কিছু করা সম্ভব হয়, তবে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সুযোগ মিলবে।’

এ সম্পর্কিত আরও খবর