আত্মসমর্পণ করতে এসে উপজেলা চেয়ারম্যান কারাগারে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর | 2025-01-30 00:08:57

আত্মসমর্পণ করতে এসে উপজেলা চেয়ারম্যান কারাগারে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদ্য সাবেক চেয়ারম্যান মো. কাউসার ভূঁইয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করতে আসলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন এই কাওসার ভুঁইয়া। তিনি মজিবুর রহমান চৌধুরীর নিক্সনের মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ভাঙ্গা উপজেলার মানুষ তাকে নিক্সন চৌধুরীর সবচেয়ে আস্থাভাজন লোক হিসেবে চেনেন।

ফরিদপুরের কোর্ট পরিদর্শক নাজনীন খানম বলেন, দুপুরে কাউসার ভুঁইয়া স্বেচ্ছায় আদালত হাজিরা দিতে আসেন। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

ফরিদপুরের ভাঙ্গা থানার ওসি মোকসেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কাউসার চেয়ারম্যানের নামে ভাঙ্গা থানায় দুটি মামলা রয়েছে। একটি বিস্ফোরক আইনে অন্যটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলা।

এ সম্পর্কিত আরও খবর

right arrow