নরসিংদীর ঘোড়াশাল রেলস্টেশনে শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করছে বিআইডব্লিউটিএ।
রোবারর (২৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিআইডব্লিউটিএ (বন্দর ও পরিবহন বিভাগ) পরিচালক এ কে এম আরিফ উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্যাট মো: জিয়াউর রহমান, বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক মো: মোবারক হোসেন মজুমদার, মো: রেজাউল করিম ও ঘোড়াশাল নদী বন্দরের উপ-পরিচালক মো: নূর হোসেন।
বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, ঘোড়াশাল বাজার থেকে চরঘোড়াশাল শ্মশান ঘাট পর্যন্ত দশ একর এলাকা জুড়ে তিন শতাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠে। এসব স্থাপনা সরানোর জন্য গত ৭ দিন আগে নোটিশ দেওয়া হয়।
নোটিশ দেয়ার পরও অধিকাংশ অবৈধ দোকানপাট সরিয়ে না ফেলায় এই অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান একাধারে চার দিন চলবে বলে জানান বিআইডব্লিউটিআর কর্তৃপক্ষ।