প্রধান উপদেষ্টার দাভোস সফর দেশের জন্য বড় অর্জন: প্রেস সচিব

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-26 17:54:45

'দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় প্রধান উপদেষ্টার অংশগ্রহণ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এটা একটি বড় অর্জন।'

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, এই সম্মেলনে প্রধান উপদেষ্টা ৪৭টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের প্রতি জার্মানির চ্যান্সেলর সমর্থন জানিয়েছেন। জার্মানির সঙ্গে বাংলাদেশের নতুন বাণিজ্যিক দুয়ার উন্মোচিত হবে বলেও জানান তিনি

এসময় প্রধান উপদেষ্টা উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ, অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর