মাঘের প্রথম সপ্তাহ বিদায় নিতেই রংপুরে সকাল গড়িয়ে বিকেল হলেও আজ দেখা মেলেনি সূর্যের। ঘন কুয়াশায় কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনমজুর ও খেটে মানুষজন। এই শীতকে উপেক্ষা করেই পেটের তাগিদে কাজ করছে খেটে খাওয়া মানুষ।
বুধবার (২২ জানুয়ারি) সকাল থেকে রংপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
ঘনকুয়াশার মধ্য দিয়ে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সকাল থেকে সূর্যের দেখা না পাওয়ায় জবুথবু হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষ। শীতজনিত রোগীর মধ্যে বিশেষ করে নাজুক অবস্থায় শিশু ও বৃদ্ধরা।
এ অবস্থায় শীত উপেক্ষা করে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষজন জীবিকার তাগিদে ছুটছে শহরে। বেলা বাড়ার সাথে সাথে শহরে বাড়ছে মানুষের উপস্থিতি। নিম্ন আয়ের মানুষদের প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় নিদারণ কষ্টে দিন পার করছেন তারা।
এদিকে রংপুর সিটি বাজারে শীত উপেক্ষা করে পানি ধরে মাছ বিক্রি করছেন ব্যবসায়ীরা। বৃদ্ধ মাছ ব্যবসায়ী কমল দাস বলেন, 'আইজ সকাল হাতে রোইদের দেখা নাই। ঘুম থাকি ভোরত উঠিয়া বের হইচি মাছের আরতোত। কি করিম খাটি খাওয়ায় নাগবে। শীততো আর জার মানে না।'
শাপলা চত্তরে রিকশা নিয়ে বসে থাকা আব্দুস সালাম বলেন, 'শীতে গাড়ি চালাইকে অনেক কষ্ট। কিন্তু কি করিম, উপায় তো নাই। একদিন রিকশা নিয়া না বেড়াইলে প্যাট চলেনা। ভোরে বেড়াই রাইতে বাড়ি যাই। এই শীতে রিকশা চালানো খুব কষ্ট। গরীর মানুষ ওতো দামি কাপড় কই থাকি পাই? যা আছে তাতে কোনমতে শীতে কোঁকড়া নাগি থাকি।'
আবহাওয়া প্রসঙ্গে রংপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, 'আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা আজকে এবং আগামীকাল থাকার সম্ভবনা আছে। দুইদিন পর আবারও আবহাওয়া স্বাভাবিক হবে।'
এদিকে শীতে আগুন পোহাতে অসাবধানতায় গিয়ে অগিদগ্ধ রোগীর সংখ্যা বাড়ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়াও শীতজনিত রোগেও আক্রান্ত রোগীদের ভিড় জমছে রমেক হাসপাতালে।
রংপুরের সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী জানান, শীতজনিত রোগবালাই বিশেষ করে নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়া, শ্বাসকষ্ট ও জ্বর ছড়িয়ে পড়ছে। এসব রোগ থেকে শিশুকে রক্ষা করতে মায়েদের খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন বাচ্চাদের শীত না লাগে। তবে বেশি অসুস্থ মনে হলে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি।