চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা ফেব্রুয়ারি থেকে কার্যকর করবেন বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সিএনএন এর প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ওভাল অফিসে এক কনফারেন্সে সাংবাদিকদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি চীনা পণ্যে শুল্ক আরোপ করা হবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকেই চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের কথা ভাবছেন বলে জানান তিনি।
ট্রাম্প সাংবাদিকদের আরও বলেন, চীন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক পার্টনার। যুক্তরাষ্ট্রের বাজার চীনা পণ্যের ওপর অনেক নির্ভরশীল।
চীনা পণ্যে শুল্ক বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে ট্রাম্পের দাবি, চীন থেকে বিপুল মাদকদ্রব্য মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের প্রবেশ করে। অতিমাত্রায় মাদকদ্রব্য গ্রহণের ফলে যুক্তরাষ্ট্রে বছরে প্রায় ৭০ হাজার মানুষ মারা যায়। এই শুল্ক আরোপ করা হলে যুক্তরাষ্ট্রের বাজারে এসব চীনা মাদকের আমদানি কমবে।
এবারই প্রথম নয়, প্রথম মেয়াদেও ট্রাম্প চীনা পণ্যে শুল্ক আরোপ করেছিলেন। তিনি ২৪ এর নির্বাচনী প্রচারণায়ও দেশটির পণ্যের ওপর ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন।
শুধু চীনই নয়, মেক্সিকো ও কানাডার পণ্যের ওপরও ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি মনে করেন, আমদানি পণ্যে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে লাভবান হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রেকে ইঙ্গিত করে মঙ্গলবার (২১ জানুয়ারি) চীনের ভাইস প্রেসিডেন্ট বলেন, চীন বাণিজ্য উত্তেজনা নিয়ে চিন্তিত নয়। ইতিমধ্যে আমরা পরিস্থিতি স্বাভাবিক করার সমাধান এবং আমদানি সম্প্রসারণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি।
এদিকে ট্রাম্পের এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের অনেকই সমালোচনা করেন। সমালোচকেরা মনে করেন, ট্রাম্পের এমন হটকারি সিদ্ধান্তে শুল্কের ভার শেষ পর্যন্ত দেশটির নাগরিকদের বহন করতে হবে ।