কুষ্টিয়ায় ট্রেন থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2025-01-22 12:11:13

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ জংশনে নকশীকাঁথা ট্রেন থেকে করিম বেপারী (৬৬) নামে একজনের কাছ থেকে ব্যাগ ভর্তি ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ।

বুধবার রাত ৩ টা ৪০ মিনিটের সময় পোড়াদহ জংশন ৩নং প্লাটফর্ম থেকে অবৈধ মাদক ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।

আটককৃত করিম বেপারী চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার উজলপুর বিলপাড়া গ্রামের মৃত জিন্নাত আলী বেপারীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পোড়াদহ রেলওয়ে থানার ওসি হারুনুর রশিদ। তিনি বলেন, রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন একজন মাদক ব্যবসায়ী দর্শনা থেকে মাদক বহন করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন খবরের ভিত্তিতে রাতেই এসআই ইদ্রিস ও এএস আই মুরাদ আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনার সময়ে করিম বেপারীকে সন্দেহ হলে তার ব্যবহৃত ব্যাগ তল্লাশী সময়ে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

পরবর্তীতে মিরপুর থানায় একটি মাদক মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর