দুই মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি নদভী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2025-01-22 11:32:53

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে পৃথক দুই মামলায় চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, পুলিশের আবেদনের প্রেক্ষিতে লোহাগাড়া ও সাতকানিয়া থানার বিস্ফোরক আইনের দুই মামলায় দুই দিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শুনানি শেষে সকাল ৯টা ৪৫ মিনিটে তাকে প্রিজনভ্যানে করে কারাগারে নেওয়া হয়।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, নদভীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তিন দিন করে রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে পুলিশি নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নদভীর বিরুদ্ধে সাতকানিয়া, লোহাগাড়া ও নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ১৫ ডিসেম্বর ঢাকায় গ্রেফতার হন তিনি।

ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ২০১৪ ও ২০১৮ সালে সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হয়েও স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

এ সম্পর্কিত আরও খবর