পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2025-01-22 10:51:21

ঘন কুয়াশার কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকাল পৌনে ১০টা থেকে আরিচা-কাজিরহাট এবং সাড়ে ৯টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করা হয়। এর আগে মঙ্গলবার মধ্যরাত ২টা থেকে আরিচা-কাজিরহাট এবং সাড়ে ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ডিজিএম নাসির হোসেন চৌধুরী বলেন, মঙ্গলবার মধ্যরাত থেকে পদ্মা এবং যমুনা নদীর শিবালয় অংশে কুয়াশা পড়তে শুরু করে।

যে কারণে নৌরুটে ফেরি চলাচল বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে নদী এলাকায় কুয়াশার প্রকোপ কমে গেলে ফের ফেরি চলাচল শুরু করা হয় বলে জানান নাসির হোসেন।

এ সম্পর্কিত আরও খবর