মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তাদের হেফাজতে থাকা ৩টি পণ্যবাহী কার্গো জাহাজ থেকে ২ টি পণ্যবাহী কার্গো জাহাজ ছেড়ে দিয়েছে। তবে একটি জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি।
সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১ টা ২০ মিনিটে প্রথম জাহাজ জাহাজটি বাংলাদেশ-মিয়ানমার নাফ নদ জলসীমার নাইক্ষ্যংদিয়া থেকে টেকনাফ স্থলবন্দরে পৌঁছে। আরেকটি কার্গো জাহাজ পৌঁছে বেলা ১১ টা ৫৫ মিনিটে।
টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে আটক কার্গো জাহাজের মধ্যে ২টি ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। ইতোমধ্যে জাহাজ দুটি স্থলবন্দর ঘাটে পৌঁছেছে। বাকি জাহাজটি ছাড়িয়ে আনার জন্যও প্রচেষ্টা চালাচ্ছে বলে ব্যবসায়ীদের সূত্রে জানতে পেরেছি।
গত বৃহস্পতিবার দুপুরে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় পণ্যবাহী তিনটি কার্গো জাহাজ আটক করে আরাকান আর্মি। সেগুলোতে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কফিসহ বিভিন্ন মালামাল রয়েছে।