জিয়াউর রহমানের জন্মদিনে কম্বল বিতরণ

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর, ময়মনসিংহ | 2025-01-20 06:54:22

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিনে ময়মনসিংহের গৌরীপুর সহস্রাধিক দুস্থ ও অসহায় মানুষকে শীতের নতুন কম্বল উপহার দেয়া হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) রাতে উপজেলার কলতাপাড়া বাজারের সোয়াদ ফিলিং স্টেশনের পাশে উপজেলা ও পৌর বিএনপির সহ সহযোগী সংগঠনের উদ্যোগে এই কম্বল উপহার দেয়া হয়।

প্রধান অতিথি হিসেবে কম্বল উপহার কর্মসূচি উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ মোঃ আজিজুল হক।।

অপ্রত্যাশিত ভাবে নতুন কম্বল উপহার পেয়ে দুস্থ ও অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটে উঠে।

হাফেজ মোঃ আজিজুল হক বলেন, 'আমাদের নেতা জিয়াউর রহমান ছিলেন একজন সফল সৈনিক, সফল রাষ্ট্রনায়ক ও সফল রাজীনীতিবিদ। তিনি কর্মগুণে মানুষের কোটি কোটি মনে জায়গা করে নিয়েছিলেন। তাই উনি চলে যাওয়ার পরও আমরা এই দলকে মানুষের মধ্যে ধরে রাখতে পেরেছি। একজন রাজনীতিবিদের কাজ যেহেতু মানুষের জন্য রাজনীতি করা। তিনি মানুষের কাছে ছুটে গিয়েছেন। ১৯ দফা দিয়ে দিয়েছেন, তা দিয়ে জাতিকে বিভক্ত না করে মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন'।

গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নানের সভাপতিত্বে ও গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক উসমান গনি তান্নার সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এসএম দুলাল, ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মান্নান মন্ডল, ডা. শহীদুল ইসলাম সাফি, ডা. রহমত উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম ফকির, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিশু প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর