ফরিদপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ১

, জাতীয়

রেজাউল করিম বিপুল, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর | 2025-01-19 15:08:44

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে মানোয়ার মোল্যা (৩০) নামে এক ইজিবাইকের যাত্রী নিহত হয়েছে। 

রোববার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি ঈদগাঁহের সামনে ট্রাক ইজিবাইক সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মানোয়ার মোল্যা একই উপজেলার কাটাগড় গ্রামের আফসার মোল্লার ছেলে। নিহত ব্যক্তির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি খুলনায় জাহাজে চাকরি করতেন। 

পুলিশ জানায় বোয়ালমারী উপজেলার কাটাগড় গ্রামের জাহাজ কর্মী মানোয়ার মোল্যা (৩০) ও আহাদ মোল্লা (৩২) ইজিবাইক যোগে খুলনায় যাওয়ার উদ্দেশ্যে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক হয়ে ভাটিয়াপাড়া যাচ্ছিলেন। তারা বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি ঈদগাঁহের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাঝকান্দিগামী অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকটি ছিটকে খাদে পড়ে যায়। এ সময় মারাত্মক আহত মানোয়ারকে পাশ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বোয়ালমারী থানার ডহরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মধুসূদন পান্ডে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এ সম্পর্কিত আরও খবর