আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে এসআই মেহেদীর মৃত্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2025-01-16 21:25:44

আসামি ধরতে গিয়ে ইটভাটার আগুনে পুড়ে মারা গেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) মেহেদী হাসান।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দুর্ঘটনার সময় মেহেদী হাসান বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় কর্তব্যরত ছিলেন।

গত ৬ জানুয়ারি বিমানবন্দর থানার রহমতপুর এলাকায় ওয়ারেন্টভূক্ত আসামি ধরতে গিয়ে অসাবধানতাবশত ইটভাটায় পড়ে যান এসআই মেহেদী হাসান। এতে তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

এসআই মেহেদী হাসান পুলিশের ৩৮তম ব্যাচের সদস্য ছিলেন এবং চার বছর আগে পুলিশে যোগদান করেন। সর্বশেষ তিনি বিমানবন্দর থানায় কর্তব্যরত ছিলেন।

বরিশাল নগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার জানান, ওয়ারেন্টভূক্ত আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে মারা যান এসআই মেহেদী। শুক্রবার তার গ্রামের বাড়ি বরগুনায় তাকে দাফন করা হবে।

এসআই মেহেদী হাসানের অকাল মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার সতীর্থ ও কর্মকর্তারা এ বীরত্বপূর্ণ আত্মত্যাগকে গভীরভাবে স্মরণ করছেন।

এ সম্পর্কিত আরও খবর