দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালের (এসসিআইটিপি) যৌথ উদ্যোগে ষষ্ঠবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘চট্টগ্রাম আইটি ফেয়ার-২০২৫’।
নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগামী শনিবার (১৮ জানুয়ারি) থেকে শুরু হবে তিন দিনব্যাপী এই মেলা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চেম্বারের প্রশাসক আনোয়ার পাশা এ তথ্য জানান।
তিনি বলেন, ১৮ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত আয়োজিত এ মেলায় দেশি-বিদেশি ৪০টি প্রতিষ্ঠান ৬০টির মতো স্টল নিয়ে অংশগ্রহণ করবে। ঢাকা ও চট্টগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আইটি ও সল্যুশন বেইজড কোম্পানিগুলো অংশ নেবে। দেশি-বিদেশি ৪০টি প্রতিষ্ঠান প্রায় ৬০টির মত স্টল নিয়ে আয়োজিত এ মেলায় দর্শনার্থীদের প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, প্রণোদনামূলক কর্মকাণ্ডের জন্য স্টার্টআপ-চট্টগ্রাম এবং ডি-ইঞ্জিনিয়ার্সকে বিনামূল্যে একটি করে স্টল বিশেষভাবে বরাদ্দ দেয়া হয়েছে।
মেলার নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ বাহিনীর টহল এবং ২৪ ঘণ্টা সশস্ত্র আনসার বাহিনীর উপস্থিতি থাকবেন বলেও জানান তিনি।
জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী। এছাড়া, প্রতিদিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মেলাকে কেন্দ্র করে বিভিন্ন সেমিনার আয়োজন করা হয়েছে।
মেলার ২য় দিন অর্থাৎ ১৯ জানুয়ারি (রোববার) বিকেলে ‘দ্যা সাইলেন্ট ব্যাটেলফিল্ড: সাইবার ইনস্ট্রাকশন ইন ইন্ডাস্ট্রিয়াল’ নেটওয়ার্ক শীর্ষক এবং মেলার শেষ দিন (সোমবার) সকাল ১১ টায় ‘ব্লুপ্রিন্ট ফর সিএস স্টুডেন্টস: বিল্ডিং অ্যা ফিউচার- প্রুফ ডেভেলপার ক্যারিয়ার ইন দি অ্যাজ অব এআই’ এবং বিকেল ৩টায় ‘ফাইন্ডিং ইউর পাথ: হাউ স্টুডেন্টস ক্যান বিকাম এ প্লাস ডিজিটাল মার্কেটার্স’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হবে।