ফটিকছড়িতে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুদ, জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2025-01-16 21:04:52

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেয়াকো বাজার সংলগ্ন জাহিদ এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে ফায়ার সেফটি নীতিমালা লঙ্ঘন করে আবাসিক এলাকায় লাইসেন্সবিহীন এলপি গ্যাস সিলিন্ডার মজুদ ও বিপণনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জেলা এনএসআই, চট্টগ্রাম কার্যালয়ের তথ্যের ভিত্তিতে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আলামিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিস্ফোরক অধিদফতর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লাইসেন্সবিহীন অবস্থায় বিপজ্জনকভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও বিপণনের প্রমাণ পাওয়া যায়।

এছাড়া প্রতিষ্ঠানটি রশিদ ছাড়াই স্থানীয়দের কাছে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করছিল। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. ইয়াসিনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরিমানার ৫০ হাজার টাকা পরিশোধ করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধির আশঙ্কায় প্রতিষ্ঠানটি অতিরিক্ত মজুদ করেছিল।

অভিযানকালে ভূজপুর থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর