সিএমপি কাছে টো বাণিজ্য বন্ধসহ ১০ দাবি পরিবহন মালিক-শ্রমিকদের

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2025-01-15 03:38:36

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে টো বাণিজ্য ও নো পার্কিং মামলা বন্ধসহ ১০ দাবি জানিয়েছে বৃহত্তর চট্টগ্রাম মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সিএমপি কনফারেন্স রুমে ট্রাফিক শৃঙ্খলা ও সড়ক আইনের মামলা সংক্রান্ত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতারের কাছে লিখিত আকারে এসব দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে- ২০১৮ সড়ক পরিবহন আইনে বহু সাংঘর্ষিক ধারা রয়েছে, সেগুলো ঠিক করতে হবে। টো বাণিজ্য ও নো পার্কিং মামলা দেওয়া যাবে না, নো পার্কিং জোন নির্দিষ্ট করা, মূল সড়ক হতে অবৈধ স্থাপনা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সড়ক আইনে মামলা দেওয়ার ক্ষেত্রে নমনীয় ব্যবস্থা গ্রহণ করা, প্রশাসনের সকল স্টেক হোল্ডার নিয়ে পরিবারের শৃঙ্খলা আনয়নে উচ্চ পর্যায়ের সভা করার জন্য উদ্যোগ গ্রহণ করা, পরিবহন নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ গ্রাম সিএনজি ট্যাক্সি, ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, বাস টার্মিনাল স্থাপন করা, আরটিসির সভা করা, যেসব রুটে পরিবহন সংকট রয়েছে সেসব রুটে পরিবর্ধন, পরিবর্তন করা, নগরীর অভ্যন্তরে এসি/নন এসি ভিত্তিক বাস কাউন্টার তৈরি করা।

এর আগে ট্রাফিক শৃঙ্খলা সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতারের সভাপতিত্বে ঐক্য পরিষদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি কফিল উদ্দিন আহমেদ, আহবায়ক মোরশেদুল আলম কাদেরী, উপদেষ্টা বর্ষিয়ান শ্রমিক নেতা মৃণাল চৌধুরী, সদস্য সচিব মো. মুসা প্রমূখ।

সভায় উপস্থিত ছিলেন, সিএমপি ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জয়নুল আবেদীন (অতিরিক্ত ডিআইজি পদমর্যাদা), ট্রাফিক দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ লিয়াকত আলী খান, ট্রাফিক বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ কবীর আহমেদ, পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিষ্কৃতি চাকমা, পরিবহন নেতা খোরশেদ আলম, আহাসউল্লাহ চৌধুরী, মো. মহি উদ্দীন, অলি আহমেদ, নুরুল ইসলাম, সৈয়দ হোসেন, মো. ফারুক খান, শওকত আলী, মো. হাবীব রহমান, অনু কাদেরী, মো. মোশারাফ হোসেন, রায়হান চৌ., মো শাহজাহান, মো. আজম, মো. মনসুর, মো. জাহানগীর, আলাউদ্দিন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর