রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১৮টি চোরাই মোবাইলসহ ছিনতাইকারী চক্রের দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেফতারকৃতরা হলেন মো: রোমান (১৯) ও মাসুদুর রহমান নাহিদ (২০)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলিস্তান এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়। রাত পৌনে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে সিটিটিসির বিশেষ আভিযানিক দল ঢাকা মহানগর এলাকায় অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজধানীর গুলিস্থান গোলাপশাহ মাজার এলাকায় কতিপয় মোবাইল ছিনতাইকারী ও চোর চক্রের সদস্য চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় অভিযানিক টিমের সদস্যরা মোবাইল ছিনতাইকারী চক্রের সদস্য রোমান এবং মাসুদকে গ্রেফতার করে।
এ সময় তাদের সাথে থাকা দুইজন সদস্য কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৮টি চোরাই মোবাইল ফোন ও একটি চার্জার জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা মোবাইল ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোবাইল ছিনতাই করে রাজধানীর গুলিস্থানসহ আশপাশ এলাকায় বিক্রয় করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।