ফেনীতে টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৮

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ফেনী | 2025-01-14 20:41:14

ফেনীতে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সমন্বয়ে ফেনীর লালপোল বেদে পল্লীতে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ৮ জন মাদকবিক্রেতাকে বিভিন্ন প্রকার মাদক ও অন্যান্য আলামতসহ গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে লালপোল বেদে পল্লীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় তিনি গ্রেফতারকৃতদের মধ্য চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, পশ্চিম সিলোনিয়া লালপোল বেদেপল্লীতে যৌথ অভিয়ান চালিয়ে ৮জনকে গ্রেফতার ও ১২জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এতে ৪ জন আসামি পলাতক রয়েছে। ঘটনায় গ্রেফতারকৃত ৪ জন ও পলাতক ৪ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনী এর পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী ও উপপরিদর্শক মোঃ আবু তাহের বাদী হয়ে ফেনী মডেল থানায় পৃথক চারটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে । এছাড়াও গ্রেফতারকৃত অপর ৪আসামিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন মোবাইল কোর্ট এর মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।

মামলার আসামিরা হলেন, হালিমা আক্তার প্রকাশ হাসিনা আক্তার (৩০), আবুল হাসেম প্রকাশ সোহেল(৩৫), বিবি আলেয়া (২২), মো: তারেক(২৯), কামরুজ্জামান মামুন(৪২), মো: রুবেল(১৮),মো:বাহারাম(২১),হোসনেয়ারা বেগম ( ৩৫)। মোবাইল কোর্ট মামলায় সাজাপ্রাপ্তরা হলেন, সাগর (১৯), নোমান (১৮), মো: জাগীর (৫২), রাশেদা (১৮)।

অভিযানে ৯২ পিস ইয়াবা, ১.০১৫ কেজি গাঁজা, মাদক বিক্রয় লব্ধ অর্থ ১০ হাজার টাকা ও দেশি স্বর্ণ- ২.৮৫ গ্রাম উদ্ধার করা হয়। অভিযানে সর্বমোট আসামী নিয়মিত মামলায় গ্রেফতার ৪ জন ও পলাতক রয়েছে ৪ জন। মোবাইল কোর্ট মামলায় গ্রেফতার ৪ জন। উভয় মামলায় সর্বমোট আসামি১২ জন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী কার্যালয়ের উপ পরিচালক সোমেন মন্ডল জানান, জেলাপ্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এতে ঘটনাস্থলে ৪জনকে মোবাইল কোর্ট মামলায় জরিমানা ও কারাদণ্ড দেয়া হয় এবং বাকি ৪ জনকে ৪টি নিয়মিত মামলা দেয়া হয়েছে। ১২ জন আসামির মধ্যে ৪ জন পলাতক রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর