কুষ্টিয়ার দৌলতপুরে ভারতে সীমান্তবর্তী গ্রাম থেকে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী আনোয়ার হোসেন (৩৮) ও তার সহযোগী স্ত্রী কমেলা বেগমকে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোরে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান মধ্যপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
কুষ্টিয়া সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, হত্যাসহ একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী আনোয়ার অস্ত্রসহ নিজ বাড়িতে অবস্থান করছে, এমন তথ্য জেনে সেনাবাহিনীর সদস্যরা তাকে ধরতে অভিযান চালান।
এ সময় বাড়ি ঘিরে আনোয়ারকে আটক করা হয়। আনোয়ারের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আনোয়ারের অপরাধ কর্মকাণ্ডের সহযোগী তার স্ত্রী কমেলা বেগমকেও আটক করে ক্যাম্পে নিয়ে আসে সেনাসদস্যরা। অস্ত্র-গুলির মামলায় আনোয়ার ও তার সহযোগী স্ত্রীকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আনোয়ার দীর্ঘদিন ধরে অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, অর্থের চুক্তিতেও তিনি হত্যাসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে থাকে। এসব অপরাধে থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।