তেজগাঁওয়ের ট্রাক স্ট্যান্ডের আগুন নিয়ন্ত্রণে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2025-01-12 09:05:12

রাজধানীর তেজগাঁওয়ের ট্রাক স্ট্যান্ডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ৮টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

রোববার (১২ জানুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, তেজগাঁওয়ের ট্রাক স্ট্যান্ডে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ৩৩ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে সকাল ৮টা ৫ মিনিটের দিকে তেজগাঁওয়ের ট্রাক স্ট্যান্ডটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

ট্রাক স্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কথা জানা যায়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও খবর