চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ উঠেছে।
রাসেল আহমেদ জানিয়েছেন, শনিবার (১১ জানুয়ারি) চট্টগ্রামে ‘ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাং’ তাদের ওপর এই হামলা চালিয়েছে।
এ ঘটনার প্রতিবাদ ও সার্বিক পরিস্থিতি নিয়ে একটি পর (রাত ৯টায়) চট্টগ্রাম প্রেস ক্লাবে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
এর আগে, শনিবার বিকেল ৩টায় নগরের বিপ্লব উদ্যানে পথসভা, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করেন আব্দুল হান্নান মাসউদ ও রাসেল আহমেদ।