শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-11 14:09:10

কয়েকদিন ধরেই রাজধানীসহ দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে তাপমাত্রা কমে কনকনে শীত অনুভূত হয়েছে। তবে এই পরিস্থিতির পরিবর্তন হয়ে আগামী তিন দিন রাত ও দিনের তাপমাত্রা বাড়বে। এতে শীত কিছুটা কম অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১১ জানুয়ারি) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ের মধ্যে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তবে পঞ্চগড়, কুঁড়িগ্রাম, যশোর, মৌলভীবাজার ও গোপালগঞ্জ জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সময় বাড়ার সাথে সাথে এই শৈত্যপ্রবাহ কমতে পারে।ফলে, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামীকাল রোববার (১২ জানুয়ারি) দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা  ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

এ সম্পর্কিত আরও খবর