নেত্রকোনায় নিজ ঘর থেকে দিলীপ কুমার সাহা রায় (৭১) নামের সাবেক কলেজ শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
শুক্রবার (১০ জানুয়ারী) সকালে পৌর শহরের বড় বাজার এলাকায় দিলিপ কুমার রায়ের স্ত্রী দীপা রানী রায় বাসায় এসে বাইরে থেকে তালা দেয়া দেখে তালা ভেঙ্গে ঘরে গিয়ে খাটের নিচে পড়ে থাকতে দেখেন।
পরে বেলা সাড়ে ১১টার দিকে স্ত্রী ও স্থানীয় এলাকবাসী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কেউই জানে না এমন মৃত্যুর কারণ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বড়বাজার এলাকায় নিজ বসত ঘরে একাই রাত্রি যাপন করছিলেন আবু আব্বাস ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক দিলীপ কুমার রায়।
শুক্রবার সকালে স্বজনরা ডাকাডাকি করার পর দরজা ভেঙে ঘরে প্রবেশ করেই রক্তাক্ত মরদেহ দেখতে পায়।
পরে পুলিশের খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার তাসমিয়া হোসেন অনন্যা জানান, ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা পরীক্ষা করে জানতে পারি তিনি মারা গিয়েছেন। তবে শরীরে অতিরিক্ত রক্ত থাকা ধারণা করা হচ্ছে রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
নেত্রকোনা সদর মডেল থানা ওসি কাজী শাহনেওয়াজ জানান, হাসপাতালে লাশ নিয়ে আসার পর আমরা খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলেও হাসপাতালে পুলিশ পাঠানো হয়, পাশাপাশি আমি হাসপাতালে এসে লাশে অনেক আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি। ক্রাইম সিন আসার পর জানা যাবে মৃত্যুবরণ হয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার রাতে দুর্গাপুর পৌর শহরে উকলপাড়া সড়কে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম নিহত হয়েছেন।
গত ২৪ ঘন্টার মধ্যে দুটি হত্যাকাণ্ডের ঘটনায় জেলায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।