লক্ষ্মীপুরে বিদেশী পিস্তলসহ নারী আটক

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর | 2025-01-10 00:16:50

লক্ষ্মীপুরে বিদেশী পিস্তলসহ সাজু আক্তার (১৮) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক সাজু হামছাদী গ্রামের মো. জুয়েলের স্ত্রী।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামের আজিম উদ্দিন পাটওয়ারী বাড়ি থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (পরিদর্শক) শাহাদাত হোসেন টিটু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ হামছাদী ইউনিয়নে জুয়েল নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। তাদের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায় জুয়েল। তারঘরে একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। এসময় ঘরে জুয়েলের স্ত্রী সাজু উপস্থিত ছিল। গোয়েন্দা পুলিশ তাকে অস্ত্রসহ আটক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর