সিলেট নগরীর একটি শপিংমলের জুয়েলারি দোকান থেকে ২৫০ ভরি সোনা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালের মধ্যে এই সিলেট নগরীর আল হামরা শপিং সিটির চতুর্থ তলায় এই ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের কোনো এক সময় চোরেরা আল হামরার চতুর্থ তলার নুরানি জুয়েলারি নামক দোকানের (নং-৪৩১, ৪৩৩ ও ৪৩৫) শাটারের তালা ভেঙে সোনা চুরি করে নিয়ে যায়। সোনা চুরি করার পর দোকানে নতুন তালা লাগিয়ে দিয়ে যায় চোরেরা। সকালে দোকানের মালিক-কর্মচারীরা এসে বিষয়টি দেখতে পেয়ে নতুন তালা ভেঙে দোকানে ঢুকে সোনা চুরির বিষয়টি অবগত হন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে নুরানি জুয়েলারির স্বত্বাধিকারী দেওয়ান মো.জাবেদ চৌধুরী গণমাধ্যমেকে বলেন, প্রায় আড়াইশ ভরি সোনা ছিল দোকানে। সব নিয়ে গেছে চোরেরা। যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে গেছে শাটারে। দোকানে সিসিটিভি ক্যামেরা ছিল। কিন্তু চোরেরা যাওয়ার সময় সিসিটিভ ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। যার ফলে চোর বা চোরদের এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ শপিং মলের অন্যান্য সিসিটিভ ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। দোকানির মালিক মৌখিকভাবে অভিযোগ করেছেন। চুরির ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।