চোর সন্দেহে পিটিয়ে হত্যায় জড়িত আসামি গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-09 22:04:26

রাজধানীর পল্লবী এলাকায় শাকিল পিটিয়ে হত্যা মামলা রহস্য উন্মোচন করলো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) স্পেশাল ইনভেস্টিগেশন এন্ড অপারেশন ইউনিট (অর্গানাইজড ক্রাইম- উত্তর)। মামলার ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত সোমনাথ বিশ্বাসকে (৩৮) গ্রেফতার করা হয়েছে।

গতকাল বুধবার (৮ জানুয়ারি) উত্তরা পশ্চিম থানাধীন ১৫ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল ইনভেস্টিগেশন এন্ড অপারেশন ইউনিটের (অর্গানাইজড ক্রাইম- উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার থোয়াইঅংপ্রু মারমা। 

তিনি জানান, ২০২৩ সালের ১৪ অক্টোবর মাগরিবের আজানের পর পল্লবী থানার স্বপ্ন নগর প্রজেক্ট-২, বিল্ডিং- ১৯ এর নিচ তলায় নিহত মোঃ. শাকিল (২৫) ও তার বন্ধু মোঃ ফিরোজকে (২০) চোর সন্দেহে আটকে রেখে আসামি সোমনাথ বিশ্বাস সহ অন্যান্য আসামির পিছনের দিকে হাত পা রশি দিয়ে বেধে এলোপাথাড়ীভাবে বেধড়ক কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়া পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে আসামিগণ স্থান ত্যাগ করে। 

শাকিলের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করলে পরের দিন ১৫ অক্টোবর মধ্যরাতে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের ভাই মো. ইয়াসিন (১৯) বাদী হয়ে পল্লবী (ডিএমপি) থানায় অজ্ঞাতনামা ৩০/৩৫ জন আসামির বিরুদ্ধে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলাটি পল্লবী থানা পুলিশ তদন্তাধীন থাকাবস্থায় মামলাটির তদন্তভার পুলিশ হেডকোয়ার্টার্স এর মাধ্যমে পিবিআই এসআইএন্ডও (অর্গানাইজড ক্রাইম- উত্তর) কল্যানপুর, ঢাকা এর নিকট তদন্তের জন্য প্রেরণ করে।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক জনাব মোঃ নুরুজ্জামান মামলাটি তদন্ত করেন। গ্রেফতারকৃত আসামি হত্যার ঘটনার দায় স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। এছাড়াও ঘটনায় প্রত্যক্ষ স্বাক্ষী একজন বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বাক্ষীর স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। 

এ সম্পর্কিত আরও খবর