চাঁদপুরে অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার পেলেন ৬ সাংবাদিক

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর | 2025-01-09 20:11:08

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে প্রথমবারের মতো বিচারকদের বিবেচনায় অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার-২০২৪ পেয়েছেন ছয় সাংবাদিক।

বুধবার (৮ জানুয়ারি) রাতে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে অনুসন্ধানী সাংবাদিকতায় বিভিন্ন ক্যাটাগরিতে ৬ জন বিজয়ী সাংবাদিককে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্তরা হলেন- স্থানীয় পত্রিকার প্রকাশিত প্রতিবেদনের জন্য মোহাম্মদ হাবীব উল্যাহ, জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, টেলিভিশনের প্রচারিত প্রতিবেদনের জন্য এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি তালহা জুবায়ের ও চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আল ইমরান শোভন, স্থানীয় পত্রিকার ধারাবাহিক প্রতিবেদনের জন্য মুহাম্মদ আরিফ বিল্লাহ ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এম ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, চাঁদপুর প্রেসক্লাবের এমন আয়োজন সাংবাদিকদের উৎসাহিত করার জন্য প্রতি বছর ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।

তিনি আরও বলেন, যারা অন্যায় করে, তারা সাংবাদিকদের ভয় পায়। আর যারা অন্যায় করে না তারা ভয় পায় না।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীসহ আরো অনেকেই।

প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় অতিথিবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর