রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স টিম। এ সময় মাছপাড়া বাসস্ট্যান্ড এলাকায় খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে মাহফুজা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি নামে এক প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। বুধবার (৮ জানুয়ারি) এই অভিযান পরিচালনা করেন তারা।
তিনি বলেন, মাছপাড়া বাসস্ট্যান্ড এলাকায় খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে মাহফুজা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি নামে এক প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, পাংশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ.কে.এম. শাহনেওয়াজ, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, এএসআই মোঃ রফিকুল ইসলাম প্রমুখ অভিযানে উপস্থিত ছিলেন।