দোকানকর্মী হত্যা মামলা: সাবেক এমপি লতিফ রিমান্ডে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2025-01-08 21:16:00

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে দোকানকর্মী মাহিন হত্যা মামলায় একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম শুনানি শেষে পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

একই মামলায় যুবলীগকর্মী তৌহিদুল ইসলামকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দোকানকর্মী সাইমান প্রকাশ মাহিন খুন হন। এ ঘটনায় নিহত মাহিনের বন্ধু মোহাম্মদ শরীফ বাদী হয়ে চান্দগাঁও থানায় ৪৪ জন এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার এসআই ফয়সাল জাবেদ জানান, 'মামলার তদন্তের স্বার্থে সাবেক এমপি এম এ লতিফ ও যুবলীগকর্মী তৌহিদুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত লতিফের একদিন ও তৌহিদুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।'

এর আগে গত বছরের ১৭ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে ডবলমুরিং থানার একটি মামলায় এম এ লতিফকে গ্রেফতার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা ও হামলার একাধিক মামলায় তাকে আসামি করা হয়।

এ সম্পর্কিত আরও খবর