ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-08 17:08:40

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কলনিটারী গ্রামের আলোচিত সীমান্ত হত্যার শিকার কিশোরী ফেলানী হত্যাকাণ্ডের ১৪ বছর পেরিয়ে গেলেও বিচার না পাওয়ায় হতাশা আর বঞ্চনার ছিলেন পরিবার। ১৪ বছর পর নতুন সরকারের কাছে বিচারের আশা নিয়ে দেখা করতে ঢাকায় গিয়েছিলো পরিবারটি। সেই আশা থেকে ফেলানীর ভাইদের চাকুরি দেবার ও পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেয়ার আশ্বাস দিয়েছেন বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে তার বাসভবনে দেখা করেন ফেলানির বাবা নুর ইসলাম ,মা জাহানারা বেগম ও ছোট ভাই জাহান উদ্দিন।
নিহত ফেলানী খাতুনের ছোট ভাই জাহান উদ্দিন দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ’গতকাল রাতে আমরা আসিফ ভাইয়ের সাথে দেখা করেছি। তিনি আমাদের মোট ৩ ভাইয়ের পড়াশুনা শেষ করে চাকুরি দেবার আশ্বাস দিয়েছেন। তিনি আমার বোনের হত্যার সঠিক বিচারের আশ্বাসও দিয়েছেন।’

বাবা নুর ইসলাম বলেন, ’গত ১৪ বছর ধরে আওয়ামীলীগ সরকার আমার মেয়ের হত্যার বিচারের আশ্বাস দিয়েও ন্যায়বিচার দেয়নি। আমি বাংলাদেশ সরকারের কাছে কতবার মেয়ে হত্যার বিচার চেয়ে আবেদন করেছি। কিন্তু বিচার পাই নাই। গতকাল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে দেখা করেছি। তিনি আমার মেয়ে হত্যার সঠিক বিচার করবেন বলে আশ্বাস দিয়েছেন। এছাড়াও তিনি আমার পরিবারের দায়িত্ব নিয়েছেন। আমরা এই সরকারের প্রতি কৃতজ্ঞ।’

উল্লেখ্য, নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলনিটারী গ্রামের নুর ইসলাম ও জাহানারা দম্পতির বড় সন্তান ফেলানী। ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কলনিটারী গ্রামের ১৪ বছরের কিশোরী ফেলানী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) কিশোরী ফেলানীর নির্মম হত্যাকাণ্ডের ১৪ বছর হলেও ফেলানী হত্যার বিচার এখনো শেষ হয়নি।

এ সম্পর্কিত আরও খবর