গৌরীপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার তিন

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2025-01-06 17:44:32

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড মোড় এলাকায় যানবাহন চালকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

রোববার (৫ জানুয়ারি) রাতে গৌরীপুর অস্থায়ী সেনাক্যাম্পের ক্যাপ্টেন ইমতিয়াজের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে গ্রেফতারের পর গৌরীপুর থানায় হস্তান্তর করে।

গ্রেফতারকৃতরা হলেন- গৌরীপুর পৌর শহরের পশ্চিম দাপুনিয়া মহল্লার আলতাব হোসেনের ছেলে জুনায়েত আহম্মেদ (২৩), পৌর শহরের ইসলামাবাদ মহল্লার মৃত হোসেন আলীর ছেলে মোঃ মিলন মিয়া (৪৮) ও সহনাটি ইউনিয়নের রাইশিমুল গ্রামের আহাম্মদ আলীর ছেলে মোঃ ইমরান (২৫)।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাযহারুল আনোয়ার বলেন, যানবাহন চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদাবাজির অভিযোগে গৌরীপুর পৌরসভার কর্মচারী আহাম্মদ আলী বাচ্চু বাদী হয়ে তিনজনকে আসামি করে গৌরীপুর থানায় মামলা করেছেন। সোমবার গ্রেফতারকৃত তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর