বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের পিছনে মোটরসাইকেলের ধাক্কায় যুবদল নেতা মেহেদী হাসান প্রকৃতি(২৬) নিহত হয়েছেন।
শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে নন্দীগ্রাম উপজেলার কল্যাননগর গ্রামের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
নিহত মেহেদী হাসান প্রকৃতি নন্দীগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহবায়ক। তিনি পৌর এলাকার নন্দীগ্রাম পুর্বপাড়ার রফিকুল ইসলামের ছেলে।
ওসি বলেন, শনিবার বিকেলে প্রকৃতি দ্রুত গতিতে মটর সাইকেল চালিয়ে হাটকড়ই এর দিকে যাচ্ছিলেন। কল্যাননগর নামক স্থানে সড়কের পার্শ্বে থেমে থাকা একটি ইট বোঝাই ট্রাকের পিছনে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক প্রকৃতি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টায় তিনি মারা যান।
ওসি জানান, লাশ পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।