নরসিংদীতে আলম হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী | 2024-12-29 16:08:22

নরসিংদীর পাঁচদোনাতে দু’গ্রুপের সংঘর্ষে আলম হত্যার সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকাবাসী জানান, নরসিংদীর পাচঁদোনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি লালমিয়া মেম্বার ও যুবদল নেতা মোসাদ্দেক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোসাদ্দেক ও তার লোকজন লালমিয়া মেম্বারের লোকজনের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে এলাপাথাড়ি হামলা চালায়। হামলায় লালমিয়া মেম্বারের লোকজনের মধ্যে একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়।

ওই ঘটনায় মাথায় দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত পাঁচদোনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলম মিয়াকে (৫৫) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ৬দিন চিকিৎসাধীন থাকার পর ২৪ ডিসেম্বর তার মৃত্যু হয়। তার হত্যার সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের করেন তারা।

মানববন্ধনে পাঁচদোনা এলাকার কয়েক শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করে।

উল্লেখ্য, আলম মিয়া হত্যার ঘটনায় নরসিংদী সদর থানায় দু’টি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর