৬৮ সদস্যের ‘সুপ্রিম কোর্ট লিগ্যাল উইং প্রতিনিধি কমিটি’ করল নাগরিক কমিটি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2024-12-29 04:50:26

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন, আইন ও বিচারাঙ্গনে যথাযথ সংস্কার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৬৮ জন তরুণ আইনজীবীকে জাতীয় নাগরিক কমিটির সুপ্রিম কোর্ট লিগ্যাল উইংয়ের প্রতিনিধি কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নাগরিক কমিটির মুখপাত্র শামান্তা শারমিন গণমাধ্যমে ৬৮ জন তরুণ আইনজীবীর একটি তালিকা পাঠান। সংগঠনটির সদস্য মুকুল মুস্তাফিজ ও জহিরুল ইসলাম মুসার সুপারিশক্রমে আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন এ লিগ্যাল উইংয়ের অনুমোদন করেন।

তালিকায় রয়েছেন—মোহাম্মদ মনিরুজ্জামান, আফসানা জেরিন খান, আব্দুল আলীম, লাবাবুল বাসার, মো. মামুনুর রশীদ, বিশ্বনাথ কর্মকার, এএসএম সায়েম ভূঁইয়া, মোহাম্মদ মাজহারুল ইসলাম, আমিনা আক্তার লাভলী, মুহা. এরশাদুল বারী খন্দকার, ইশরাত হাসান, আব্দুর রহিম, শাফায়েত উল্লাহ তুহিন, শাহেদ সিদ্দিকী, এসএম আসলাম, সানাউল্লাহ পাটোয়ারী, মিজানুর রশীদ, মাহবুবা তাসনিম আঁখি, নাজমুস সাকিব, আব্দুল্লাহ হিল গনি, মো. মনিরুজ্জামান মুন, মো. শাহজাহান আলী, উম্মে আপনান, রাকসেন মানকিন, মো. আবু বকর সিদ্দিক, মাহমুদ আলম, মেরী আকতার, শোয়াইব আকতার, মেজবাহ উদ্দিন পারভেজ, আব্দুল্লাহ আল-আরীফ, মো. আল আমীন, মো. রিজওয়ান সামাদ, মো. জহিরুল ইসলাম, মো. মনিরুজ্জামান (মারুফ), মো. হাবিবুর রহমান, মো. আনিসুর রহমান, মাইনুল ইসলাম, তারেক ফয়সাল, তানজিলা রহমান, ফারজানা আম্বিয়া, সজিব মাহমুদ ভূঁইয়া, মো. মিজানুল ইসলাম, তানজিলা ববি লিজা, মো. ছেফায়েত উল্লাহ, মো. বন-ই-আমিন (তাকি), মোহাম্মদ পাভেল মাহমুদ, হাসানুল বান্না, মেহেদুল হাসান, নিজাম উদ্দিন আহম্মেদ, এ. এম. আসাদুল হক, লিটন মিয়া, আবু বকর সিদ্দিক, মোহাম্মাদ ইয়াসিন আরাফাত সাজ্জাদ, কানিজ সুলতানা, মো. আফছার হোসেন রনি, আরিফ আহমেদ, মো. সৌমিক আহমেদ, মো. রায়হানুল ইসলাম, ইসমত জাহান সিমি, মো. আবদুল ভূঁইয়া, আসমা হোসেন, মো. আল-আমিন, মো. জাকির হোসেন, কাজী মুহাম্মদ ইলিয়াস (সোহান), মো. ইব্রাহীম হোসেন (অলী), মোহাম্মদ সালাহ উদ্দিন, আব্দুল্লাহ আল-আরিফ এবং গোবিন্দ চন্দ্র দাস।

এ সম্পর্কিত আরও খবর