কাঠের গুঁড়ার সঙ্গে ধানের তোষ মিশিয়ে ভেজাল গো-খাদ্য প্রস্তুতকারক কামরুল ইসলাম নামক এক ব্যবসায়ীর কারখানা থেকে মালামাল জব্দ করেছে নান্দাইল থানা পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কারখানায় অভিযান চালিয়ে ১০৮ বস্তা ভেজাল গো খাদ্যসহ মালামাল জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরেনান্দাইল উপজেলার বাঁশহাটি ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকার একটি ঘরে বিভিন্ন সমিল থেকে কাঠের গুঁড়া এনে রাখতেন স্থানীয় ব্যবসায়ী কামরুল ইসলাম। পরে ওই ঘরে কাঠের গুঁড়ার সঙ্গে ধানের তোষ ও গমের ভূষি মিশিয়ে ভেজাল গো-খাদ্য তৈরি করতেন। সম্প্রতি বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার বিকাল ওই ঘরে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় কামরুল।
স্থানীয়দের সহযোগিতায় কামরুলের ঘরের তালা ভাঙা হলে ঘরের ভেতরের এক পাশে স্তুপ করে রাখা কাঠের গুঁড়া, ধানের তুষ ও কিছু গমের ভূষি ও বিভিন্ন প্রতিষ্ঠানের নকল বস্তা পড়ে থাকতে দেখা যায়। পরে এসব মালামাল পুলিশ জব্দ করে।
স্থানীয় বাসিন্দারা জানা, ভেজাল গো-খাদ্যের কারণে গো-খামারিরা প্রতারিত হওয়াসহ গবাদিপশু নানা রোগে আক্রান্ত হতো। অন্যদিকে, নামি-দামি খাদ্য উৎপাদক প্রতিষ্ঠানের দুর্নাম হতো।
এ বিষয়ে জানতে চাইলে পশু চিকিৎসক মো. উজ্জল হোসাইন জানান, কাঠের গুঁড়া মিশ্রিত গো-খাদ্যে পশুর বিষক্রিয়া হতে পারে।
নান্দাইল থানার ওসি ফরিদ আহম্মেদ জানান, জব্দকৃত মালামাল থানায় নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।