এখন থেকে শনিবারও খোলা বিআরটিএ অফিস

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-26 11:56:56

গ্রাহক সেবার মান বাড়াতে এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিস খোলা থাকবে বলে জানিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিআরটিএর উপপরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাসুম বিল্লাহ সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ অথোরিটির বিআরটিএ মেট্রো সার্কেল এবং জেলা সার্কেলসমূহে নিরবচ্ছিন্নভাবে গ্রাহক সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে শনিবার অফিস খোলা রাখার নির্দেশনা প্রদান করা হলো।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে এতে জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর