চলতি মাসে দেশজুড়ে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তবে উত্তরের জেলাগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আর আগামী জানুয়ারি মাস থেকে দেশেজুড়ে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২৫ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চলতি মাসে দেশেজুড়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তবে জানুয়ারি থেকে সারাদেশেই শৈত্যপ্রবাহ শুরু হবে। এতে তাপমাত্রা কমে আসবে। কোথাও কোথাও দিনের শেষ দিকে সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে কুয়াশায় আবৃত থাকবে।
এদিকে আজ উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা আবারও ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মধ্যরাত থেকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত উপ মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।