সাকমিডের উদ্যোগে ‘ডিসেমিনেশন কর্মশালা: অভিজ্ঞতা ও প্রত্যাশা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

, জাতীয়

স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2024-12-24 22:21:24

সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) এর আয়োজনে ‘ডিসেমিনেশন কর্মশালা: অভিজ্ঞতা ও প্রত্যাশা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৪ ডিসেম্বর) ‘যশোর জেলায় সুশীল সমাজ প্রতিষ্ঠান (সিএসও) ও গণমাধ্যমের যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে এখানকার প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্তকরণ ও অধিকার আদায়ে তাদের কণ্ঠস্বর জোরদারকরণ’ প্রকল্পের অধীনে সহ-আয়োজক জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট এর সম্মেলন কক্ষে সকালে এই কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাকমিড-এর বোর্ড অব ট্রাস্টিস এর সদস্য নজর-ই-জিলানী। জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট এর পরিচালক (প্রশিক্ষণ) ড. মো. মারুফ নাওয়াজ-এর সভাপতিত্বে কর্মশালায় সাকমিড এর প্রকল্প পরিচালক সৈয়দ কামরুল হাসান, প্রকল্পের সহ-অংশীদার দৈনিক গ্রামের কাগজ-এর সম্পাদক মবিনুল ইসলাম মবিনসহ প্রকল্পের ফেলোগণ, ফ্যাক্ট-চেকার, সাংবাদিকবৃন্দ বিভিন্ন সিএসও-এর নেতৃস্থানীয় প্রতিনিধিগণসহ প্রায় ৩০ জন উপস্থিত ছিলেন।

কর্মশালাটি পরিচালনা করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিডিয়া স্টাডিজ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম। কর্মশালায় প্রকল্প সংক্ষেপ উপস্থাপনা করেন সাকমিড-এর কর্মসূচি কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম ও আবু সুফিয়ান।

উল্লেখ্য, সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইনটিন এর তত্ত্বাবধানে জানুয়ারি ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৪ মেয়াদে দৈনিক গ্রামের কাগজের সহ-অংশীদারিত্বে এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) বাংলাদেশের গণমাধ্যমের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ একটি বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে গণমাধ্যম স্বাক্ষরতা বৃদ্ধি, নারী উন্নয়ন ও গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ প্রদানসহ নানান উন্নয়নমূলক কর্মসূচি সম্পাদন করেছে।

এ সম্পর্কিত আরও খবর