বিএনপি শুধু রাজনীতি করে না, ক্রীড়াঙ্গনেও কাজ করে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।
এ কারণে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট নিয়ে বিএনপি কাজ করছে। রাষ্ট্র সংস্কারের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাতেও ক্রীড়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে আগামীকাল ২৫ ডিসেম্বর আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছর দলীয়করণ ও আত্মীয়করণের মাধ্যমে ক্রীড়াঙ্গণ ধ্বংস করা হয়েছে। কোচিং থেকে শুরু করে ক্রীড়াঙ্গণের সব ধরনের কার্যক্রম ছিল স্থবির। আগামী দিনে বিএনপি জনগণের রায়ে দেশ পরিচালনার সুযোগ পেলে ক্রীড়াঙ্গণের উন্নয়নে কাজ করবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহত্তর ময়মনসিংহের ৭টি জেলা ও মহানগর বিএনপির ইউনিটকে লাল ও সবুজ দলের বিভক্ত করা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জের সমন্বয়ে গঠিত হয়েছে সবুজ দল। এই দলের কোচ ও ম্যানেজারের দায়িত্বে আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন।
অপরদিকে ময়মনসিংহ মহানগর, উত্তর জেলা ও শেরপুর জেলার সমন্বয়ে লাল দল গঠন করা হয়। এতে কোচ ও ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করবেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক একেএম মাহাবুবুল হক। এই খেলায় যে দল বিজয়ী হবে তারা ঢাকায় দ্বিতীয় রাউন্ডে খেলবে।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩টায় ময়মনসিংহ নগরীর রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে লাল ও সবুজ দলের অংশগ্রহনে এই খেলা অনুষ্ঠিত হবে। ৬০ মিনিটের এই খেলায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের খেলোয়াড়রা অংশ গ্রহন করবেন। এতে ক্রীড়ামোদীসহ দলীয় নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান বিএনপি নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির আহবায়ক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম.এ হান্নান খান, একেএম মাহাবুবুল আলম, এনামুল হক আকন্দ লিটন, শামীম আজাদ, কায়কোবাদ মামুন প্রমূখ।