লক্ষ্মীপুর পৌর শিশু পার্কের টেন্ডারে নয়ছয়ের অভিযোগ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর | 2024-11-20 17:45:15

লক্ষ্মীপুর পৌর শিশু পার্কের টেন্ডারে নয়ছয়ের অভিযোগ উঠেছে। সর্বোচ্চ দরদাতাকে বাদ দিয়ে নিম্ন দরদাতাকে ইজারাদার নিয়োগ দিতে একটি পক্ষ পাঁয়তারা করছে। এতে পৌরসভা ৬ লক্ষ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। এমন ষড়যন্ত্রের প্রতিবাদে ‘সচেতন নাগরিক সমাজ’র ব্যানারে মানববন্ধন পালন করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয়রা।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর বাসিন্দা মো. ফরহাদ, আরিফুর রহমান ও ভুক্তভোগী দরদাতা আব্দুল মতিনসহ অনেকে। মানববন্ধনে পৌর সভার সচেতন নাগরিক সমাজের লোকজন অংশ নেয়।

মানববন্ধন বক্তারা বলেন, পৌরসভার দরপত্রের শর্তানুযায়ী ৩৭ লাখ ৭’শ টাকার সর্বোচ্চ দরমূল্যের পে-অর্ডারসহ আমরা সকল কাগজপত্র জমা দিয়েছি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ৩১ লাখ ৫০ হাজার দরপত্র দেয়। কিন্তু গত ১২ নভেম্বর দরপত্র খোলা হলেও পৌর কর্তৃপক্ষ সর্বোচ্চ দরদাতাকে চিঠি ইস্যু না করে তুচ্ছ অযুহাত দেখিয়ে টেন্ডার বোর্ডে পাঠিয়ে দেয়। কিন্তু ৮ দিন অতিবাহিত হলে এখনো কোনো সঠিক সিদ্ধান্ত দেয় নাই। ইতোমধ্যে আমার খবর পেয়েছি, একটি প্রভাবশালী মহল বিগত আওয়ামী লীগ সরকারের ন্যায় পৌর শিশুপার্কের ইজারা নিজেদের দখলে নিতে পায় তারা করছে। এতে পৌরসভা ৬ লক্ষ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে আমরাও বৈষম্যের শিকার। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ দর প্রস্তাবকারীকে পৌর শিশু পার্কের ইজারা দেয়ার দাবি স্থানীয়দের।

এ ব্যাপারে লক্ষ্মীপুর পৌরসভার নবাগত প্রশাসক মো. জসিম উদ্দিন জানান, অনিয়মের মাধ্যমে কোনো প্রভাবশালীকে ইজারা দেয়া হবে না। এটি বর্তমানে টেন্ডার ইভালুয়েশন কমিটির কাছে রয়েছে। তারা মিটিং করেছে। সরকারি বিধি মোতাবেক ইজারাদার নিয়োগ করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর লক্ষ্মীপুর পৌরসভা থেকে পৌর শিশু পার্ক ও গরু বাজারের দরপত্রের আহ্বান করে পৌর কর্তৃপক্ষ। এতে গরু বাজারের জন্য দু’জন ও পৌর শিশু পার্কের জন্য ৭ জন দরপত্র দাখিল করেন। গত ১২ নভেম্বর দরপত্র খোলা হলেও এখনো কাউকে ইজারাদার হিসেবে গণ্য করেনি। তবে গুঞ্জন উঠেছে একটি প্রভাবশালী মহলের চাপে পৌর শিশু পার্কের ইজারা সর্বোচ্চ দরদাতাকে বাদ দিয়ে দ্বিতীয় দরপত্র প্রস্তাবকারীকে দেওয়ার পাঁয়তারা করছে। এরই প্রতিবাদে আজকের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরও খবর