তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। এতে সিটি কলেজের ভিতরে শতশত শিক্ষার্থী আটকা পড়েছেন। তাদের উদ্ধারে ছুটে এসেছেন অভিভাবকরা।
বুধবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ থেমে থেমে চলছে। বিকেল চারটার দিকে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে দুই কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এদিকে বিকেল সোয়া ৫টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলে কলেজের গেটে অভিভাবকরা ভিড় করতে থাকেন। এসময় কলেজ কর্তৃপক্ষ গেট না খোলায় তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। পরবর্তীতে অনেক শিক্ষার্থীকে অভিভাবকদের জিম্মায় দেন কলেজের শিক্ষকরা।
ঢাকা সিটি কলেজের গেটে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী গাজী রাহিবের বাবা গাজী শরিফুল ইসলামের সঙ্গে কথা হয়। তিনি কলেজের ভেতরে আটকা পড়া ছেলেকে ভেতরেই থাকতে বলেছেন।
তিনি বলেন, সেগুনবাগিচা থেকে ছেলেকে নিতে এসেছি। মোবাইল ফোনে জানিয়েছে কলেজের বাইরে মারামারি হচ্ছে সে বের হতে পারছে না। পরে আমি তাকে নিতে আসি।