রাজবাড়ী জেলা সদর হাসপাতালে চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ ও অব্যবস্থাপনা নিয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানের বিরুদ্ধে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) আসছে রাজবাড়ীতে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. দীপক কুমার বিশ্বাসকে সভাপতি, ফরিদপুর জেলার সিভিল সার্জন ডা. সাজেদা বেগমকে সেক্রেটারী ও ফরিদপুর মেডিকেল কলেজের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ আতিকুল আহসানকে সদস্য করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্তের চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৪ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে রোগী মৃত্যুতে চিকিৎসা অবহেলা হয়েছে মর্মে এবং হাসপাতালের অন্যান্য অব্যবস্থাপনা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের প্রেক্ষিতে উল্লেখিত অভিযোগ তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহীম টিটন বলেন, জেলা সদর হাসপাতালে বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও রোগী মৃত্যুর অভিযোগ নিয়ে ঢাকা বিভাগীয় পরিচালক, স্বাস্থ্য থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা আজ সরেজমিনে সদর হাসপাতাল পরিদর্শন করবেন। অভিযোগকারী, হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে তারা কথা বলবেন। উনারা তদন্ত করে ঊর্ধতন কর্মকর্তাদের জানাবেন ও পরামর্শ দিবেন। তারপর তত্ত্বাবধায়ক নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বর্তমানে ছুটিতে আছেন। তিনি ছুটিতে থাকায় বর্তমানে ডা. জিয়াকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানের বিরুদ্ধে অনিয়ম ও দায়িত্ব অবহেলার অভিযোগে তার অপসারণের দাবীতে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অর্ধশত শিক্ষার্থী রাজবাড়ী জেলা সদর হাসপাতালে অবস্থান করে বিক্ষোভ করে। এ সময় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত অবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী তানভীর শেখকে সদর হাসপাতালে আনা হলে অবহেলাজনিত কারণে তার মৃত্যু হয় বলে অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।
এছাড়া জেলা সদর হাসপাতালের অব্যবস্থাপনা, খাবারের নিম্নমান, চিকিৎসকদের কর্মস্থলে সময়মতো উপস্থিত না থাকাসহ অল্প অসুস্থতায় হাসপাতাল থেকে রেফার করার বিষয় তুলে ধরা হয়। এসব অভিযোগের দায় নিয়ে রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানের অপরাসণের দাবি তোলা হয়।
পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সিভিল সার্জন ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে দেখা করে।