রাজবাড়ী শহরের বিনোদপুরের কলেজ শিক্ষার্থী তানভীর শেখ (১৯) হত্যা মামলার এজাহারভূক্ত ২নং আসামি জাহিদুল ইসলাম জিসানকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। মামলার প্রধান আসামি সবুজসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব। তানভীর হত্যা মামলায় এর আগে ১৩ নভেম্বর ৪ নং আসামি কাজল ও ৮ নং আসামি রহিমকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার জিসান সদর উপজেলার দাদশী ইউনিয়নের কামালদিয়াকান্দি গ্রামের নুরুর ছেলে। তিনি তানভীর হত্যা মামলার এজাহারভূক্ত ২নম্বর আসামি। জিসান রাজবাড়ী পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছে জানা গেছে। অপরদিকে নিহত তানভীর শেখ রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার বাবু শেখের ছেলে ও ডাঃ আবুল হোসেন কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্বজনরা জানায়, গত ১২ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির পাশে মুন্নুর দোকানে ডিম আনতে যায় তানভীর। সেখানে কিছুক্ষণ দেরি করে পৌনে ৯টার দিকে বাড়ি ফেরার পথে বিনোদপুর সার্বজনীন দুর্গা মন্দির সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় সবুজ ও জিসানসহ কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। এতে তার পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেন। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ফরিদপুর নেওয়ার পথে মারা যান তানভীর।
এ ঘটনায় গত ১৩ নভেম্বর সকালে নিহত তানভীরের মামা আলম শেখ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮/১০জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব বলেন, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে এ মামলার ২নং এজাহারভূক্ত আসামি জিসানকে গত ১৭ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিসান পুলিশকে জানায়, তিনি তানভীর শেখের হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত ছিল। পরে তার দেখানো অনুযায়ী গতকাল সোমবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর মৌলভীঘাট সংলগ্ন কবরস্থানের ভিতর থেকে হত্যায় ব্যবহৃত একটি স্টিলের সুইচ গিয়ার চাকু ও একটি লোহার চাপাতি উদ্ধার করা হয়। একই দিন তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি তানভীর হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, তানভীর হত্যা মামলায় পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিসান গ্রেফতার হয়েছে। হত্যাকাণ্ডে যদি তার সম্পৃক্ততা থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।