অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার এই ভাষণ সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ড।
উল্লেখ্য, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের তোপে ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
প্রথমে ১৭ জন উপদেষ্টা নিয়ে কার্যক্রম শুরু করলেও বর্তমানে এই সরকারের উপদেষ্টা ২৪ জন।