সীমান্তে গরু পারাপারের বাশেঁর চর্কার আঘাতে ‘পাচারকারীর’ মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট | 2024-11-17 14:27:51

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সীমান্তে ভারতীয় গরু অবৈধভাবে পারাপারের বাশেঁর চর্কার আঘাতে কামাল হোসেন (৩৫) নামে পাচারকারী এক যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার (১৭ নভেম্বর ) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত শনিবার (১৬ নভেম্বর) রাতে গোড়ল ইউনিয়নের বলাইয়ের হাঁট সীমান্তের বুড়িরহাঁট বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৯১৩-৯১৪ এর মধ্যবর্তী গঙ্গারগাছে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার ছবুর উদ্দিনের ছেলে।

সীমান্তবাসী জানান, শনিবার দিনগত রাতে উপজেলার গোড়ল ইউনিয়নের বলাইয়ের হাঁট সীমান্ত পিলার ৯১৩ ও ৯১৪ এর মধ্যবর্তী গঙ্গারগাছ এলাকায় চর্কার (গরু পাচারের বাঁশের তৈরি স্থানীয় যন্ত্র) মাধ্যমে ভারতীয়দের সহায়তায় গরু পাচার করছিল ১০/১২ জন বাংলাদেশি গরু পাচারকারী। এ সময় হঠাৎ চড়কার বাঁশ ভেঙে আকুরুজ্জামানের মাথায় আঘাত লাগে। এতে গুরুতর আহত হন তিনি। 

পরে তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন অবস্থায় থেকে তার মৃত্যু হয়। এ বিষয় জানতে বিজিবি'র সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন মন্তব্য করা হয়নি।

গোড়ল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রমজান আলী বলেন, স্থানীয়দের কাছে ঘটনাটি শুনতে পেয়েছি। মৃত আকুরুজ্জামানের পরিবার দাবি করেছে সীমান্তের চর্কার বাঁশ মাথায় লেগে তিনি আহত ও পরে মারা যান। মরদেহ হাসপাতালে রয়েছে বলেও দাবি করেন তিনি।

গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পরিদর্শক(এসআই) মোস্তাকিম বলেন, সীমান্তে বাঁশের চর্কার আঘাতে আকুরুজ্জামান নামে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়কের সরকারি নম্বরে ফোন করা হলে কেউ রিসিভ করেননি।

এ সম্পর্কিত আরও খবর